চৌগাছা বাস মালিক সমিতির নির্বাচনে জসিম-হাফিজ বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী

যশোরের চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জসিম উদ্দিন- হাফিজুর রহমান প্যানেল বিজয়ী হয়েছেন। রবিবার মনোনয়নপত্র গ্রহণের নির্ধারিত সময়ে একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র গ্রহণ করায় আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বিজয়ী ঘোষণা করা হবে।

বিকেল ৫টা ৫ মিনিটে মুঠোফোনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রভাষক খালেদুর রহমান টিটো বলেন, ‘মনোনয়নপত্র গ্রহণের নির্ধারিত সময় রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে অন্য কোন প্যানেল বা স্বতন্ত্র কোন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ না করায় নির্বাচনী প্রক্রিয়া শেষে এই প্যানেলটিকে বিজয়ী ঘোষণা করা হবে।’ তিনি জানান ‘বাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভপতি-সম্পাদকসহ ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।’

আরো পড়ুন :
চিতলমারীতে ভ্রাতৃত্ববোধ রক্ষার্থে সভা, ফুল দিয়ে সংবর্ধনা
রাজশাহীতে গাছতলায় ক্লাশ করল শিক্ষার্থীরা

এর আগে রোববার বিকেলে শহরের খাদ্যগুদামের সামনে অবস্থিত মালিক সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণের নির্ধারিত সময়ে প্যানেলের পক্ষে পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ এই মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও চৌগাছা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবীর, সদস্য ও সরকারি কলেজের সহ-অধ্যাপক কামরুজ্জামান এবং মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালেদুর রহমান টিটো ছাড়াও চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক, জসিম উদ্দিন-হাফিজুর রহমান প্যানেলের সভাপতি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানসহ প্যানেলের সমর্থক মালিকরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সেপ্টেম্বর  ১২.২০২১ at ২১:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি