ভূঞাপুর প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নিজস্ব নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় এই নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য মোঃ আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি আব্দুল আলীম, সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু সহ প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
শিশু ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
যশোর সদর উপজেলায় নৌকার মনোনয়ন পেলেন মোস্তফা ফরিদ চৌধুরী

প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ছোট মনির বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের আরো সোচ্ছার হতে হবে। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে সংবাদকর্মীদের প্রনোদনাসহ সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই কল্যাণমূলক সকল কাজে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

সেপ্টেম্বর  ১১.২০২১ at ১৭:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাহামা/রারি