ভেঙে পরল আমিনবাজারের বেইলি ব্রিজ

সাভারের আমিনবাজারের পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে নদী তে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এতে ওই রোডের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য নিশ্চিত করেছে। পরিত্যক্ত ব্রিজটি ভেঙে পড়ার পর বিকেলে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় বিআইডব্লিউটিএ।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আরো পড়ুন :
চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটি গঠন
চৌগাছায় সানারুদ্দিন নামে এক বৃদ্ধ কৃষকের আত্মহত্যা

নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং লালবাতি স্থাপন করা হয়েছে।

সেপ্টেম্বর  ০৯.২০২১ at ২২:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/রারি