ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দু’দিন পর ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে জামাল উদ্দীন (৪৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানে একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এদিন ধান ক্ষেতের মালিক নুর ইসলাম ঐ ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি দেখতে পায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে জানান।

পরে পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ তাদের হেফাজতে নেয়। ভ্যান চালক জামালউদ্দীন একই জেলার পাশ্ববর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে।

মৃতের তাঁর স্ত্রী হামানুর বেগম জানান, গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। আমরা আজ জানতে পেলাম তাঁর মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে।

আরো পড়ুন :
৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন চৌগাছার ৬০ টি পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিবগেঞ্জ ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পিবিআই এবং সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থর পরিদর্শন শেষে লাশের পরিচয় বের করেছেন। ভ্যানচালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ২৩:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি