রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১ নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের ১ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর ১ জন মারা গেছেন।

তিনি আরো জানান, বুধবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪০ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৫ জন।

আরো পড়ুন :
ক্ষেতলালে জোরপূর্বক অসহায়ের জমি দখলের চেষ্টা
ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪১

এর আগে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শতকরা ১০.২৫ ।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ১৫:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি