ভোগান্তি কমাতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হলো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার মাধ্যমে মানুষের ভোগান্তি ও হয়রানি কমানোর চেষ্টা করছে সরকার।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকসহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:
পাবনায় পেয়াজের দাম কম থাকায় লোকসানে কৃষক
সাভারের নারী কাপড় ব্যবসায়ীকে হত্যা

এ সময় তিনি জানান, আমাদের দেশে অনেক সামাজিক সমস্যা দেখা দেয়, পারিবারিক সমস্যা দেখা দেয়, মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকে সব থেকে বেশি এ ভূমি নিয়েই। আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ জমির মিউটেশন কার্যকম যেন সম্পন্ন হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ হয় সেটার জন্য কাজ করা হয়। কারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়, মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়। আমরা সেটা মুখেই বলিনি, কাজেও সেটা বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ০৮.২০২১ at ১৩:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ