সাভারের নারী কাপড় ব্যবসায়ীকে হত্যা

সাভারে ভাড়া বসায় ওঠার প্রথম রাতেই অজ্ঞাত এক নারী কে শ্বাসরোধ করে হত্যা করেছে তার সঙ্গী। ঘটনার পর থেকে সেই সঙ্গী পলাতক রয়েছে। নিহত নারী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি এখানো।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, গতকাল ( ৭ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত দুই জন বাবুলের বাসায় ভাড়া নেন। এদিন রাতেই কাপড় ব্যবসায়ী ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর থেকে গা ডাকা দেন তার সঙ্গী। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন :
ভাতা বঞ্চিতদের অনশন, ইউএনওর দুই দফা হস্তক্ষেপে গভীর রাতে প্রত্যাহার
পার্বত্য এলাকায় দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ

এ বিষয়ে সাভার থানর উপপরিদর্শক এসআই ওবায়দুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ১২:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/রারি