ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪১

ইৃন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের একটি কারাগারের কক্ষে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত তিনটার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।

জাকার্তার পুলিশ প্রধান ফাদিল ইমরান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আহত ৮০ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপির।

আরো পড়ুন :
ঝালকাঠি জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে এবছর আউশ আবাদ কম
নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সাঁটাই বন্ধের প্রতিবাদে কৃষক-শ্রমিক সমাবেশ

পুলিশ প্রধান ফাদিল আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় কারাগারের ওই কক্ষে কত জন ছিলেন তা জানাননি এই কর্মকর্তা। তবে, কক্ষটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি ছিল বলে জানা গেছে।

চলতি মাসের সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার নিকটবর্তী শিল্প এলাকা টেঙ্গারেংয়ের ৬০০ জন বন্দি ধারণ ক্ষমতার কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছিল।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ১১:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/রারি