প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি জাহিদ, সম্পাদক তৌহিদ

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান জয় পেয়েছেন।

সোমবার নির্বাচন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. শাহরিয়ার বাবু। অ্যাড. শাহরিয়ার বাবু জানান, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পেয়েছেন ৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধি মতিনুজ্জামান মিটু পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এপদে লড়ে ২৮ ভোট পেয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আহসান কবির। এছাড়া সহসভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৫৪ ও নূর ইসলাম ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন:
গাজীপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য আটক
পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষকে মারপিট, থানায় অভিযোগ

যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ৫২, হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়েছেন। ৫৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান রিপন। দপ্তর সম্পাদক পদে তৌহিদজামান ৫০ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদ মনি ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাছাড়া কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে শহিদ জয় (৭১), ফিরোজ গাজী (৬১), শিকদার খালিদ (৬৭), জাহিদুল কবির মিল্টন (৬৫), কাজী আশরাফুল আজাদ (৬০) এবং সাজেদ রহমান (৫৫)।

সেপ্টেম্বর ০৬.২০২১ at ২০:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ