২৪ ঘণ্টায় রামেকের করোনা ওয়ার্ডে ১০ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। ৬ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এনিয়ে ২৮৬ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪৫ জন।

আরো পড়ুন :
সিলেটে উপনির্বাচন, ১৪৯ কেন্দ্রের সব ক’টিতে জয়ী নৌকার প্রার্থী
চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটি গঠনের জন্য প্রস্তুতি সভা
পিরোজপুর বাজারে ৩ কেজি ওজনের ইলিশ

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০২ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৯ দশমিক ৪৫ শতাংশ।

সেপ্টেম্বর  ০৫.২০২১ at ১০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি