বজ্রপাত প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় কাশিমাড়িতে ৫০০ টি তালবীজ বপনের উদ্বোধন

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে ৫০০ টি তালবীজ বপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

৪ সেপ্টেম্বর(শনিবার) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে সংক্রান্তি খাল সংলগ্ন রাস্তার পাশে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ৩৫০ টি তালবীজ বপন করা হয়েছে।

তালবীজ বপন শুভ উদ্বোধন করেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অধিপরামর্শ সম্পাদক মোঃ মুজিবর রহমান ও প্রচার সম্পাদক মোঃ বাদশা আজম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সিআরজি দলের সভাপতি নির্মল সরকার, শৈব্যা রানী মন্ডল, ববিতা রানী বৈদ্য, আফরোজা বেগম সহ বিভিন্ন দলের সদস্যবৃন্দ।

আরো পড়ুন :
স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী
১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

অধিপরামর্শ সম্পাদক বলেন,“বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন করতে হবে এবং গবাদি পশু যাতে নষ্ট না করে সেদিকে সকলে নজর রাখতে হবে।”

সেপ্টেম্বর  ০৪.২০২১ at ২১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/রারি