ঝিকরগাছায় আ.লীগ নেতা রাসেল হুদার জানাযার নামাজ সম্পন্ন

ঝিকরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক খাইরুল হুদা রাসেলের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মাবাদ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ পরিচালনা করেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আকবার হুসাইন। জানাযাপূর্বে মরহুমের স্মৃতিচারন করেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্মসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, মরহুমের মামা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, মরহুমের শ্যালক আলমগীর হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি।

আরো পড়ুন:
কাহালুতে বিদ্যুৎ স্পর্শে গৃহবধুর মৃত্যু
ক্ষেতলালে শেখ হাসিনা’র আর্থিক অনুদানের চেক বিতরন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারন সম্পাদক শামিম রেজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শামছুর রহমান, সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা মিলন হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মিলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মরহুম খাইরুল হুদা রাসেল ঝিকরগাছাসদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার বড় মেয়ে হুমায়রা হুদা বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।

সেপ্টেম্বর ০৩.২০২১ at ২০:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/জআ