ঝিকরগাছায় কপোতাক্ষ নদের নতুন সেতু ভেঙে পুনর্নিমাণ না করা পর্যন্ত আন্দোলন চলবে

যশোরের ঝিকরগাছার কপোতাক্ষ নদের ওপর নবনির্মিত সেতু ভেঙে পুনর্নিমাণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেতুর পূর্বপাশে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা কপোতাক্ষ নদের ওপর সরকারি বিধি লঙ্ঘন করে সেতু নির্মাণ করায় গণসমাবেশ আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত নিচু সেতুর কারণে নাব্যতা, নৌ-চলাচল বন্ধ হয়ে যাবে। তাই সেতুটি পুননির্মাণ করতে হবে। মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, জিল্লুর রহমান ভিটু, আব্দুর রশিদ, আমিনুর রহমান হিরু, রশিদুজ্জামান, রেজাউল করিম, ইলিয়াস উদ্দিন, সুভাষ চন্দ্র ভক্ত, মফিজুর রহমান, দুলাল অধিকারী, বিমল কুমার ঘোষ, ঝিকরগাছা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, আমানুল কাদির টুল্লু প্রমুখ।

উল্লেখ্য, জাইকার অর্থায়নে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় সড়ক ও জনপথ বিভাগ ছয়লেনের দুইটি সেতু নির্মাণ করছে। যার মধ্যে একটি নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মিত সেতুর নিচু হওয়ায় নৌপথ বন্ধ হয়। এতে এলাকাবাসী ফুঁসে উঠেছেন।

সেপ্টেম্বর ০২.২০২১ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/জআ