চৌগাছায় ৩টি উন্মুক্ত জলাশয়ে ৫৪২ কেজি দেশি মাছের পোনা অবমুক্তকরণ

যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর) উপলক্ষে ৩ উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ধোপাঘাটায় কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সদস্য আশরাফুল আলম, সাবেক জেষ্ঠ সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা হরিদাস দেবনাথ, ক্ষেত্র সহকারী মিজানুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো পড়ুন:
ফুলবাড়ী ব্লাড ব‍্যাংক ও হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ বলেন, এবারে মৎস্য সপ্তাহে মোট ৩টি উন্মুক্ত জলাশয়ে ৫৪২ কেজি দেশি মাছের পোনা অবন্মুক্ত করা হচ্ছে। এগুলো হলো কপোতাক্ষ নদের ধোপাঘাটায় ৩৭২ কেজি, গরীবপুর মাদারাসা পুকুরে ১২০ কেজি এবং উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি মৎস্য অবমুক্ত করা হয়েছে।

আগস্ট ৩১.২০২১ at ২০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/জআ