“তবুও প্রতীক্ষা”

প্রমত্ত উল্লাস মৃত্যুর মহানিশা সাগর সৈকতে মিছে যৌবনের অভিলাষ,
পৃথবী যে আজ আশ্রিতকন্যা প্রভুর চরণে দ্বিধাহীন অর্চণা,
অপছায়ায় ঘায়েল বসুমতি নিদারুণ কায়া আলেয়াতে যেনো সুমতি,
অদৃশ্য,নিঃসঙ্গ এক অনুজীব গ্রাস করছে নির্বিচারে
মানুষ ও মনুষ্য জাতে অকাতরে।

আত্মচিৎকারে কাঁপে ধরধরে আকাশ বাতাস বিনাশী এ কোন আগুনে,
এ কেমন নগ্ন উচ্ছাস একান্ত নির্জনে মরা ফাগুনে ।

বিদগ্ধ অভিশাপ সভ্যতার শরীর ছুঁয়ে
আহ্লাদে আটখানা বেলাজ পরজীবী মরণের শরাব নিয়ে,
ডাকছে হাতছানিতে ক্ষণে ক্ষণে মৃত্যুপুরীতে,
সহবাস যেনো তার সাথে খোয়াবের অলক্ষ্যে মহীতে।

হারিয়ে গেছে জল জ্যোৎম্নার কাব্য যেনো চিরতরে,
বার মাস,চব্বিশ ক্রোশ হেঁটে হেঁটে তবুও প্রতীক্ষা এমনি করে,
খোয়া নদীর তীরে বালিয়ডির সুচ্চ বুক চুমে।

এ ঘোর আঁধার পেরিয়ে সোনা রোদ দিবে উঁকি এ স্বর্গ ভুমে।

আগষ্ট ১৯.২০২১ at ১০:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মআক/জআ