যশোরে প্রধানমন্ত্রী’র পক্ষে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মিলন

যশোরের নওয়াপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) জেলা আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নওয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শিলারায় মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

জেলা যুবলীগের সদস্য কেরামত আলীর ব্যবস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য আবুল হোসেন খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ প্রভাষক লিয়াকত আলী, সহ-সভাপতি মাহামুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম আলো, ইউপি সদস্য মুক্তা বেগম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মনু, যুবলীগ নেতা সাগর খন্দকার, তপু রায়হান, মোসলেম, ইমরান হোসেন, বিপুল হোসেন, পিকুল হোসেন, ইমরুল হোসেন, সানজিত রহমান প্রমুখ।

আরো পড়ুন:
লালপুরে ভেজাল গুড় তৈরীর অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা
চিত্রনায়িকা পরীমনি আটক,

প্রধান অতিথি শহিদুল ইসলাম মিলন ১৫০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আগষ্ট ০৪.২০২১ at ২০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ