কপিলমুনি বাইপাস সড়কে মাছবাহী আলমসাধু উল্টে খাদে

কপিলমুনি বাইপাস সড়কে মাছবাহী আলমসাধু উল্টে খাদে,কালভার্ট নির্মাণ জরুরী। পাইকগাছার ব্যস্ততম বানিজ্যিক উপশহর কপিলমুনির বাইপাস সড়কের গোলাবাটি এলাকায় মাছ বোঝাই ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় আলমসাধুর চালক আহত হয়।

এলাকাবাসী জানান, পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সদরের অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের অনুপযোগী হয়েছে আগেই।

আরো পড়ুন:
চৌগাছা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তের দাবি
চিত্রনায়িকা পরীমনি আটক

এমন পরিস্থিতিতে ভোগান্তি ও যানজট এড়াতে অধিকাংশ ট্রাক,লরি,পিকআপসহ কাভার্ড ভ্যানগুলো বাইপাস দিয়ে চলাচল করে। এতে বাইপাসের অনেক এলাকা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এখন সেখানে সাধারন ভ্যান গাড়িও ঢুকতে পারেনা।

আগষ্ট ০৪.২০২১ at ১৯:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শনশ/জআ