চিতলমারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পলাতক

প্রেম মানে জাতিকুল কথাটি যেমন ঠিক। তেমনি ভালবাসা মানেনি লকডাউন। তাই প্রেমিকা নিপা মন্ডল (১৯) ছুটে এসেছেন প্রেমিকের বাড়িতে। বিয়ের দাবিতে নিয়েছেন অবস্থান। আর বাড়িতে প্রেমিকা আসার খবরে প্রেমিক শান্তনু বাড়ই (২১) বাড়ি ছেড়ে পালিয়েছেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে কলেজ ছাত্রী নিপা মন্ডল সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে আমার বাড়ি। গোপালগঞ্জে একই কলেজে পড়ার সুবাদে বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামের শান্তি রঞ্জন বাড়ইর ছেলে শান্তনু বাড়ইয়ের সাথে ৪ বছর ধরে আমার ভালবাসা চলে আসছে। শান্তনুকে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে বিয়ের দাবিতে শান্তনুর বাড়িতে এসে উঠেছি। বিয়ে না হওয়া পর্যন্ত কোথাও যাব না।

আরো পড়ুন:
চিত্রনায়িকা পরীমনি আটক
চৌগাছা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তের দাবি

শান্তনু বাড়ইয়ের বাবা শান্তি রঞ্জন বাড়ই বলেন, আমারা মেয়েটিকে মেনে নিয়েছি। কিন্তু ছেলেকে খুঁজে পাচ্ছি না। শান্তনুকে খুঁজে পেলে অবশ্যই বিয়ের ব্যবস্থা করব। তবে স্থানীয় ইউপি সদস্য (চিতলমারীর হিজলা ইউনিয়ন) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাত পর্যন্ত ছেলের অভিভাবক ও মেয়ের অভিভাবকরা এবং দুই এলাকার জনপ্রতিনিধিরা মিলে বৈঠক করেছি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটিকে ছেলের বাড়িতে রেখেছি। ছেলেকে পেলে বিয়ের ব্যবস্থা করা হবে বলে তাঁর পিতা আশ্বাস দিয়েছেন।

আগষ্ট ০৪.২০২১ at ১৮:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সসম/জআ