বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৩

বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপর তিন কৃষক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক- উপজেলার রতনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে দুলাল হোসেন (৫৫) ও একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫৩)।

স্থানীয়রা জানান, সকালের দিকে কয়েকজন কৃষক বাড়ির পাশে রতনপুর জোড়াপুকুর মাঠে কৃষি জমিতে কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকুপের সেচের ঘরের ভিতরে অবস্থান নেয় কয়েকজন কৃষক। নিহত দুই কৃষক ছিল বারান্দায় দাঁড়িয়ে।

আরো পড়ুন:
পটুয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার ট্রান্সফার ষ্টেশন নির্মান কাজ উদ্বোধন।
৩৩৩ নম্বরে কল করায়- দুমকিতে ১১দরিদ্র পরিবারে খাদ্য পৌছে দিলেন ইউএনও

এসময় বজ্রপাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই কৃষকের মৃত্যু হয়। ঘরের ভিতরে থাকা তিন কৃষকও আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আগষ্ট ০২.২০২১ at ১৯:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ