রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার একজন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন, পাবনার দুইজন, কুষ্টিয়ার একজন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন ।

আরো পড়ুন:
যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য, হুমকির মুখে পরিবেশ
করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয় : স্বাস্থ্যমন্ত্রী

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন রোগী।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৭৫টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৮৭ জনের। আর নেগেটিভ হয়েছেন ১৮৭জন ব্যক্তি।

আগষ্ট ০২.২০২১ at  ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মরর/জআ