রামেক হাসপাতালকে বিএসআরএম’র হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার

করোনা রোগীদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে বিএসআরএম গ্রুপ।

গতকাল রোববার সকালে বিএসআরএম এর রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস ইনচার্জ মোঃ রাজীব রাব্বানী হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীর নিকট এগুলো হস্তান্তর করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএসআরএম এর কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও মহিউদ্দিন চৌধুরী। বিএসআরএম এর রাজশাহী রিজিওনাল সেলস ইনচার্জ মো. রাজীব রাব্বানী বলেন, সব সময়ের মতই দেশের এই ক্রান্তিকালেও তাঁরা করোনা রোগীদের জন্য এগিয়ে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আগামীতেও তাঁরা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।

আরো পড়ুন :
ভাসমান পেয়ারার হাটে করোনার করুণ সুর
স্ত্রীর পরকীয়ায় বলি আব্দুল জলিলের লাশ ১১দিন পর কবর থেকে উত্তোলন

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিএসআরএম স্টিল লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, হাসপাতালে এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৮৩টি হলো। এগুলো করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। বিএসআরএমের এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দুটিও দ্রুত সময়ের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে।

জুলাই ০১.২০২১ at ১৮:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এসআর