পলাশবাড়ীতে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ঘে নিহত-৪

সড়ক দূর্ঘটনা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক-সিএনজি মুখো-মুখীসংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এঘটনায় আরও ৩ জন আহত হয়।

শুক্রবার (৩০ জুলাই) বিকালে ওই উপজেলার প্রশিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাপেরহাট হতে সিএনজি যোগে পলাশবাড়ী অভিমুখি যাওয়া পথে বগুড়ার দিক থেকে কার্গো ট্রাকের চাপায় সিএনজি চালকসহ ৪ জন নিহত এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরো পড়ুন :
বিশ্বে করোনায় এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ২১ শতাংশ
আটক হেলেনা জাহাঙ্গীর, আইসিটি এ্যাক্টসহ মাদক মামলা
অবশেষে পদ্মায় নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম, পলাশবাড়ী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে মরদেহ গুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হেফাজত রাখা হয়েছে।

জুলাই ৩০.২০২১ at ০৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/এসকে