ভূঞাপুরে যমুনায় নৌকা ডুবে নিখোঁজ ১

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১২ জনের মধ্যে ১১ জন জীবিত ফিরলেও একজনের সন্ধান এখনো মেলেনি। বুধবার (২৮ জুলাই) সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতুর অদূরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবক উপজেলায় নিকরাইল ইউনিয়ন পাথাইলকান্দী গ্রামের আব্দুল সালামের ছেলে মো. মোতালেব সরকার (২৬)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ১২ জন বন্ধু একত্রে হয়ে ছোট ডিঙি নৌকা যোগে নদীতে শখ করে মাছ ধরতে যাচ্ছিল। সে সময় নৌকার ইঞ্জিলচালিত (মেশিন) চালু করার পর পরই বঙ্গবন্ধু রেল সেতু কাজে ব্যবহৃত বড় বোর্ডের সাথে ধাক্কায় একপাশ তলিয়ে নৌকায় পানি ভরে গিয়ে ডুবতে থাকে। এ সময় ১১ জন বড় জাহাজের বোর্ডে থাকা টায়ার ধরে বোর্ডে ওঠে তারা। আর নিখোঁজ যুবকের সাথে থাকা ফোনটি নৌকায় পড়ে গেলে সে উদ্ধার করতে গেলে নিখোঁজ হয়ে যায়।

এ ঘটনায় জীবিত ফিরে আসা নিখোঁজ মোতালেবের বন্ধু নিজামুদ্দিন বলেন- নৌকায় মেশিন চালু করেছি সবে-মাত্র। তখনি হঠাৎ করে নদীতে পানি গোল চক্রের সৃষ্টি হলে মেশিনে অস্বাভাবিক শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। এরপর নৌকাটি জাহাজের বোর্ডের ধাক্কা লেগে ডুবে যায় মুহুর্তেই। আমরা ১১ জন দ্রুত জাহাজে বোর্ডে ওঠলেও মোতালেব না উঠে মোবাইল উদ্ধার করতে নিখোঁজ হয়। তারপর দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ সহযোগিতা চেয়ে ফোন করলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ মোতালেবকে খুঁজতে থাকেন।

আরো পড়ুন :
রামেক হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু
পাবনায় স্বেচ্চাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু বক্কর বলেন- সকাল ৯ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে জেলার ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের বঙ্গবন্ধু সেতু কাছাকাছি একটি ইঞ্জিল চালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে কয়েক সদস্যের ডুুবুরি ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। সকাল সাড়ে ৯ টা থেকে উদ্ধার কাজ শুরু করেছি। দুপুর পর্যন্ত খুঁজেও নিখোঁজ যু্বকের সন্ধান পাওয়া যায়নি। তবে, উদ্ধার কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জুলাই ২৮.২০২১ at ১৮:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর