ঝিকরগাছায় সরকারী বিধি-নিষেধ অমান্যে ৫ মামলা ও জরিমানা আদায়

যশোরের ঝিকরগাছা করোনা ভাইরাস প্রতিরোধে ও কঠোর বিধি-নিষেধ পালনে এবং জনসচেতনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গত দুই দিনে ৫টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার ও শনিবার এ মোবাইল কোর্টে মামলায় জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান।

জানা যায়, সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার কারণে শুক্রবার সকালে ঝিকরগাছা বাজারের মেসার্স রাসেল সু ষ্টোরের মালিক গোলাম হোসেন কে এক হাজার টাকা জরিমান করেন।

শনিবার সকালে বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক আল-আমিন ইসলামকে ৫শ টাকা, পারবাজার ভাই ভাই মিটান্ন ভান্ডারের মালিক আনন্দ ঘোষকে এক হাজার টাকা, রেল ব্রীজ সংলগ্ন এলাকায় ভাই ভাই হোটেলের মালিক কামরুল হাসানকে ৫শ টাকা ও একই এলাকার সাতক্ষীরা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক গৌতম কুমারকে ৫শ টাকা জরিমানা আদায় করেন।