কাজিপুরে নন এমপিও শিক্ষকদের পাশে শুভসংঘ

সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে নন এমপিও একশজন শিক্ষক কর্মচারী ও দুস্থ শিল্পীদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন কালেরকণ্ঠ শুভসংঘ কাজিপুর উপজেলা শাখা।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে এগারটায় উপজেলার ঐতিহ্যবাহী শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, শুভসংঘ শুভ কাজের প্রত্যয় হৃদয়ে ধারণ করে সবার জন্য কাজ করার আকাঙ্ক্ষিত ইচ্ছাকে সাধুবাদ জানাই । শিক্ষিত এই মানুষদের (ননএমপিও শিক্ষক) পাশে দাঁড়ানোর জন্যে আমি শুভ সংঘের কাজিপুর উপজেলার শাখার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই, কাজিপুরে বিভিন্ন দুর্যোগে সেবামূলক সামাজিক সংগঠনের সহযোগিতার কারণে সকল পর্যায়ের মানুষের উপকার করতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘ কাজিপুর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি শরিফ সোহেল। আরও বক্তব্য রাখেন শুভসংঘ কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু শাহিন মনজু, উপদেষ্টা বিশিষ্ট কথা সাহিত্যিক ও কলামিস্ট রিপন আহসান রিতু, সাধারণ সম্পাদক আশকার পাইন, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। সঞ্চালকের দায়িত্ব ছিলেন কালেরকণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের অন্যান্য সদস্য সহ আরও অনেকে।সহায়তা সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবন, সেমাই, সুজি, লাচ্চা।