রাণীশংকৈলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ১৯ জুলাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) – জাইকা’র আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে ট্রাইকো কম্পোস্ট ও কুইক কম্পোস্ট বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ কনফারেন্স রুমে ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জাইকার কর্মকর্তা সুহান সোহান।

এ ছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে এ কার্যক্রমের আওতায় উপজেলার ১৭৫ জন কৃষক- কৃষাণিকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম দিনে ২৫ জন কৃষক-কৃষাণীকে নিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়।

জুলাই,১৯.২০২১ at ২১:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর