এমপি নাবিলের পক্ষে ৩০০ পরিবারকে ঈদ উপহার দিলেন মিন্টু

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে শহরের ১ নং ওয়াডে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি যশোর জেলা শাখার সভাপতি বিলকিস সুলতানা সাথীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ হয়।

সোমবার বিকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক লুৎফুল কবির বিজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মাহামুদ হোসেন, সহ সভাপতি ডা. মরিয়ম বেগম, যুগ্ম সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম আলো, সদর নেতা জাহিদ হাসান প্রমুখ।

এ সময় ১৫০ পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, চাল, ডাল, আলু, সাবান দেয়া হয়। এর আগে আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কাজী আহমেদের পক্ষ ১৫০ পরিবারের মাঝে মেহেদী হাসান মিন্টু প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন।

জুলাই,১৯.২০২১ at ২০:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর