যশোরে করোনা-উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১১ জন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২১৪ জনের।

সোমবার (১৯ জুলাই) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ১ হাজার ৩টি নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৭১২টি নমুনায় ১৩৯ জনের করোনা পজিটিভ আসে। জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ৯টি নমুনায় ছয়জনের এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ২৮২টি নমুনায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ২১ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ১৯০ জন। এর মধ্যে করোনার রেডজোনে ১৩০ জন এবং ইয়েলো জোনে ৬০ জন রোগী রয়েছেন।

জুলাই,১৯.২০২১ at ১৪:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর