মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৬ জন, মৃত্যু ৩ জনের

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। এই নিয়ে জেলায় বর্তমানে মোট আক্রান্ত হলেন ৭৮৪ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন মোট ৯৬ জন।

রবিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়, নতুন করে সদর উপজেলা ২৩ জন, গাংনী উপজেলায় ২২ জন ও মুজিবনগর উপজেলায় ১১ জন আক্রান্ত হয়েছেন। এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৮৭ ( এন্টিজেন-১৭৪ ও জিন এক্সপার্ট-১৩) জনের রিপোর্ট আসে এর মধ্যে ৫৬ জন আক্রান্ত। এবং জেলায় মৃত্যুবরণ করেছেন ৯৬ জন । এর মধ্যে সদরে ৪১ জন, গাংনী ৩৫ জন এবং মুজিবনগরে ২০ জন।

জুলাই,১৮.২০২১ at ২২:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর