যশোর শহরের ৬ নং ওয়ার্ডে এমপি নাবিলের পক্ষে ৩০০ পরিবারকে ত্রাণ দিলেন মিন্টু

যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে শহরের ৬ নং ওয়ার্ডে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৮ জুলাই) বিকালে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমীর সামনে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় মেহেদী হাসান মিন্টু’র সাথে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন খান, যুবমহিলা লীগের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক প্রভাষক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ লুৎফুল কবির বিজু, বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম আলো, সদস্য এস এম রবি সিদ্দিকী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়য়া, ছাত্রলীগের সাবেক নেতা রাসেল রানা, এস এম রয়েল, যুবলীগনেতা শেখ নাদিম, জাহিদ হাসান প্রমুখ।

জুলাই,১৭.২০২১ at২১:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর