টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের মিশনে মাঠে নামছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় হয়েছে স্বাগতিকদের।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর।পারিবারিক কারণে মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তার জায়গায় একাদশে জায়গা পাওয়ার সুযোগ ছিল নুরুল হাসান সোহানের। কিন্তু প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এছাড়া ইনজুরির কারণে দলে নেই পেসার মুস্তাফিজুর রহমানও। প্রস্তুতি ম্যাচে বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। যে কারণে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি তার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি সিকান্দার রাজা। চার পেসার নিয়ে খেলছে জিম্বাবুয়ে।

আরো পড়ুন:
আত্রাইয়ের সচেতনতা বৃদ্ধি লক্ষে মাস্ক বিতরণ
বেনাপোল স্থলবন্দর দিয়ে রেল পথে পন্য আমদানির রেকর্ড

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টাডিওয়ানাশে মারুমানি, উসলে ম্যাডভেরে, ডিয়ন মায়ার্স, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টিমাইসেন মারুমা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, রিচার্ড এগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।

জুলাই,১৬.২০২১ at ১৩:৫৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর