সরকারী স্বাস্থ্য বিধি অমান্য করায় ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ দিনে ১৪ লাখ টাকা জরিমানা

ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে সড়কে বের হওয়ার অপরাধে ১৩ দিনে ১ হাজার ৬০৩ জনকে জরিমানা ও ৩৬ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ১৩ দিনে ভোলায় ৭ উপজেলায় ২০২টি কোর্টে ১ হাজার ৫২২টি মামলা হয়েছে। ১ জুলাই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়। জেলায় এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৪৫০ টাকা।

এদিকে কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে জেলার ৭ উপজেলায় আরো ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৭০ টি মামলায় ৯৫ জনকে ৪১ হাহার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট,এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।

আরো পড়ুন:
লটারীতে ভাগ্য নির্ধারণ ঘর পেলেন ঝিনাইদহের ভূমি ও গৃহহীনরা
ঝিনাইদহে গান্না ইউনিয়নে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নিজেদের রাস্তা নিজেরাই নির্মান করছেন

এদিকে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।

জুলাই,১৪.২০২১ at ৪২:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর