কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে মানবতার দেয়ালে মানবিক সহায়তা প্রদান

‘‘আপনার যা প্রয়োজন নেই, তা রেখে যান ,আপনার যা প্রয়োজন তা নিয়ে যান”। এমনই এক মানবতার দেয়াল তৈরী করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসা এবং অক্সিজেনের জরুরী প্রয়োজন মেটাতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ সকলে মানবিক সহায়তা প্রদান করছেন। করোনায় জরুরী প্রয়োজন মেটাতে নিজ উদ্যোগে মানবিক সহায়তা হিসাবে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।

শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানবতার দেয়ালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদের নিকট তিনি ৭টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক হুসাইন, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মীর কাশেম আলী সহ স্থানীয় উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, মহামারীর এই সংকটে করোনায় আক্রান্ত আইসোলেশনে চিকিৎসা সেবা নেওয়া মুমূর্ষ রোগীদের জন্য অক্সিজেন খুবই জরুরী।

আরো পড়ুন:
নাটোরে কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
নওগাঁয় সাংবাদিকে হয়রানি করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অভিযোগ

এই সংকটাপূর্ণ পরিস্থিতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী নিজ উদ্যেগে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে যে মানবিক সহায়তা করলেন , মহামারী করোনা চিকিৎসা সেবায় তা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

জুলাই,১০.২০২১ at ২১:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর