একজন নিরব মানুষের গল্প

“একজন মানুষ কিভাবে নিজেকে অন‍্যের কাছে তুলে ধরতে পারে সেটা প্রিয় আমিনুল ইসলাম ভাইকে দেখে সহজেই উপলব্ধি করতে পারা যায়।মানুষ কখনোই জন্ম থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, এর জন্য অনেক ত‍্যাগ স্বিকার করতে হয়, ছোট থেকেই নিজেকে কাজে কর্মে গড়ে তুলতে হয় কঠোর পরিশ্রম করে।যেটা আমরা আমিনুল ইসলাম ভাইকে দেখে বুঝতে পারি,তিনি সবসময় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধব ও অফিস নিয়ে শতভাগ ব‍্যাস্ত থেকেও একটি রাজনৈতিক সংগঠনকে নিরলসভাবে সময় দিয়ে গাজীপুর গাছা থানার ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরলসভাবে।সত্যিই আমরা মানুষ তাই মানুষ হিসেবে নিজেকে বহুরূপে পেশ করতে পারি এই দেশের সেবায় নিয়োজিত থেকে।অবহেলা করে নিজেকে অন্ধকারে নিমজ্জিত না রেখে সৎকর্ম ও নিন্ঠার সঙ্গে অপোষ করে ভালো কিছু করতে চেষ্টা করবো সফলতা অর্জন অবশ্যই সম্ভব হবে।

আমরা ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সেটা হলো- আমাদের দেশে বর্তমানে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে না খেয়ে আছেন হাজার হাজার অবহেলিত ও দিনমজুর মানুষ। আমরা যদি ঐ সকল অবহেলিত না খেয়ে থাকা মানুষের মুখে দুমুঠো আহারের ব‍্যবস্থা করে দিতে পারি, তাহলে নিজেকে কিছুটা হলেও দায়মুক্ত হিসেবে পেশ করতে পারবো এই দেশের মানুষের কাছে, আমরা যদি দুমুঠো খাবারের ব‍্যবস্থা একান্ত ভাবে করতে না পারি তাহলে একটু পানি ও দুটো শুকনো বিস্কুটের ব‍্যবস্থা করতে চেষ্টা করবো তাহলে না খেয়ে থাকা অসহায় মানুষগুলো একটু হলেও ক্ষুদার জ্বালা ও পানির পিপাসা থেকে নিজেদের জীবনকে হাসিখুশী ভাবে রাখতে সক্ষম হবেন।আমরা সবসময় মনে রাখবো “মানুষ মানুষের জন্য”জীবন জীবনের জন্য”।

আরো পড়ুন:
২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা, জানালেন সৌদি সরকার
কোপা আমেরিকায় তৃতীয় হলো কলম্বিয়া

প্রিয় আমিনুল ইসলাম ভাই তিনি সবসময় নিরবে থেকে, বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাবেন আমাদের বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য।আজকে এ পর্যন্ত আবার হয়তোবা ফিরে আসবো আমিনুল ইসলাম ভাইয়ের জীবনের কোনো গল্প নিয়ে নয়;আসবো দেশের মানুষের জন্য সেবামূলক কোনো সত্য ও বাস্তব চিত্র নিয়ে। আসলে এটা কোনো গল্প নয় ;এটা হলো বাস্তবতার নিরিখে লেখা সত‍্যের সাতরং।

জুলাই,১০.২০২১ at ১৬:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর