২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা, জানালেন সৌদি সরকার

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রবিবার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই। খবর গালফ নিউজের।

১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

আরো পড়ুন:
ভোলার চরফ্যাশনে ১০জনের করোনা পজিটিভ শনাক্ত, ২৫ পরিবারকে লকডাউন
শার্শায় ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ আটক-২

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

জুলাই,১০.২০২১ at ১০:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর