ভাঙ্গছে নয়ারহাট ব্রহ্মপুত্র গিলছে সাজানো সংসার

ভাঙ্গছে তো ভাঙ্গছে নিমিষেই গিলে খাচ্ছে একের পর এক পরিবারের সাজানো ঘর সংসার। যেন ক্ষুধার্ত হয়ে উঠেছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের থাবায় বাড়িঘর সাজানো সংসার হারিয়ে দিশাহারা মানুষ। হুমকির মুখে কোটি কোটি টাকার সরকারী সম্পদ, বাজারসহ বিভিন্ন স্থাপনা। জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে শেষ চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দকৃত জিও ব্যাগ ফেলানোর নামেও উঠেছে অনিয়মের অভিযোগ।

জানা গেছে, পানি বৃদ্ধিও সাথে সাথে কুড়িগ্রামের চিলমারীর বিভিন্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের তীব্রতা বেড়েছে উপজেলা নয়ারহাট ইউনিয়নে। ভাঙ্গনে ইতি মধ্যে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ নদী গর্ভে বিলিন হওয়ার সাথে সাথে শতশত বাড়িঘর ভেঙ্গে নিয়েছে ব্রহ্মপুত্র।

নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের সদ্য নির্মিত কোটি টাকার ভবন, কমিউনিটি হাসপাতাল, দক্ষিণ খাউরিয়া বাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে হুমকির মুখে। ভাঙ্গনের তীব্রতা চলমান থাকায় যে কোন মুহুত্বে সরকারের কোটি কোটি টাকার সম্পদ, বাজার ও বিভিন্ন স্থাপনাসহ শতশত ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাবে বলে মন্তব্য করেন এলাকাবাসী।

সদ্য নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলো পড়েছে বিপাকে করছে মানবেতর জীবন যাপন। তারা জানায় একদিকে করোনা ভয় এর উপর কঠোর লকডাউন তার উপর ব্রহ্মপুত্রের থাবায় আমরা মুশকিলে আছি, নেই খাওয়ার ব্যবস্থা চলে গেছে থাকার জায়গা। নদী ভাঙ্গন এলাকা গুলো ঘুরে দেখা গেছে মানুষের আহাজারি।

চোখ বেয়ে পড়ছে চোখের পানি, কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইতি মধ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষসহ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম।

প্রতিমন্ত্রীর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হলেও রয়েছে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা বলেন, জিও ব্যাগ পরিমান মতো দেয়া হয়নি এছাড়াও যেনতেন ভাবে ফেলানো হচ্ছে। ভাঙ্গনের তীব্রতা বেড়েছে স্বীকার করে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, ভাঙ্গন ঠেকাতে পরিকল্পনা মতাবেক ব্যবস্থা গ্রহন করা না হলে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের সদ্য নির্মিত কোটি টাকার ভবন, কমিউনিটি হাসপাতাল, বাজারসহ কোটি কোটি টাকার সরকারী সম্পদ এবং শতশত পরিবার হারাবে তাদের আশ্রয়স্থল।

আরো পড়ুন:
কালীগঞ্জে নতুন ইউএনও সাদিয়া জেরিন এর যোগদান
আবেদনের ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশী রফিকুল

প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেন, ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী উত্তরাঞ্চল জোতি প্রসাদ ঘোষ বলেন, ভাঙ্গন এলাকা আমরা সরেজমিন পরিদর্শন করেছি ইতি মধ্যে কিছু জিও ব্যাগ দেয়া হয়েছে এছাড়াও প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

জুলাই,০৮.২০২১ at ১১:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর