ডিজিটাল পশুর হাটে যে ছাগলটির দাম সাড়ে তিন লাখ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ডিজিটাল পশুর হাটে বিক্রির জন্য উঠেছে বিটল জাতের একটি ছাগল। যার দাম চাওয়া হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ এই ছাগলটির দাম।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এ ডিজিটাল হাটে ছাগলটি বিক্রির জন্য তুলেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের আমিশ অ্যাগ্রো নামে একটি খামার।

জানা গেছে, ১৪৫ কেজি ওজন বিটল জাতের এ ছাগলটির। বিক্রেতা সাড়ে ৩ লাখ টাকা দাম হাঁকলেও এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ২ লাখ ১৫ হাজার টাকা।

খামারের উদ্যোক্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, ১৮ মাস বয়স বিটল জাতের এই ছাগলটির। উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। ভারতের পাঞ্চাব প্রদেশে উৎপত্তিস্থল এ জাতের ছাগলের। সেখান থেকে মা ছাগল এনে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা হয়েছে এ জাতের কয়েকটি ছাগল।

আরো পড়ুন:
কালীগঞ্জে নতুন ইউএনও সাদিয়া জেরিন এর যোগদান
আবেদনের ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশী রফিকুল

বিটল জাতের আরও দুটি ছাগল ডিজিটাল হাটে তুলেছে প্রতিষ্ঠানটি। সেগুলোর দাম হাঁকা হয়েছে যথাক্রমে দেড় লাখ ও ৯৫ হাজার টাকা। আর তাদের ফার্মের বারবারি জাতের ছাগলটির দাম হাঁকা হয়েছে ৮৫ হাজার টাকা।

জুলাই,০৮.২০২১ at ১০:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর