ইতালি-ইংল্যান্ড, শেষ হাসি কে হাসবে?

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ইতালি-ইংল্যান্ড। প্রথম ফাইনালিস্ট হিসেবে স্পেনকে হারিয়ে ইতালি আগেই পা রেখেছে ফাইনালের মঞ্চে। এবার ডেনমার্ক রূপকথা থামিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠল ইংল্যান্ড।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেনমার্ককে হারিয়ে ৫৫ বছর পর ইংল্যান্ড নাম লিখিয়েছে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে। সবশেষ ১৯৬৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এরপর বৈশ্বিক আসরে চারবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে পারেনি তারা। তবে এবারের আসরে সে আক্ষেপ ঘুচেছে। তাই ফাইনাল খরা কাটিয়ে শিরোপা জয়ে মরিয়া তারা।

শেষ ষোলোতে জার্মানিকে হারিয়ে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছিল হ্যারি কেইনরা। সেমির লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে জয় দিয়ে ফাইনালে নাম লেখাল গ্যারেথ সাউথগেটের দল।

অন্যদিকে গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে ইতালি। শেষ ষোলতে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় আজ্জুরিরা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানোর পর সেমিতে টাইব্রেকারে বিদায় করে স্পেনকে।

আরো পড়ুন:
লকডাউনে কষ্টে আছে শ্রমজীবি মানুষ

১২ জুলাই ওয়েম্বলিতে টুর্নামেন্টের ফাইনাল। ইংল্যান্ড নাকি ইতালি, শেষ হাসি কে হাসবে? শিরোপা উঠবে কার ঘরে? এ উত্তর জানতেই অপেক্ষা পুরো ফুটবল দুনিয়ার।

জুলাই,০.২০২১ at ১০:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর