লালপুরে নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত!

চলমান কঠোর বিধিনিষেধেও নাটোরের লালপুরে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (০৭ জুলাই) একদিনে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জনাগেছে, বুধবার সারা দিনে ৩৬ জনের এন্টিজেন টেস্টে ১৬ জনের শরীরের করোনা শনাক্ত হয় ও গত ১, ৩ ও ৪ তারিখে পিসিআর ল্যাবের পাঠানো ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শানাক্ত হয়।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ‘আজ বুধবার হাসাপাতালে ৩৬ জনের এন্টিজেন টেস্টে ১৬ জন ও গত ১, ৩ ও ৪ তারিখে পিসিআর ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’

আরো পড়ুন:
জয়পুরহাটে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
শার্শায় শেখ আফিল উদ্দিন এমপি নিজস্ব অর্থায়নে অক্সিজেন কনটেন্টার প্রদান করেন

তিনি আরো বলেন, ‘বর্তমানে চলামান বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি সঠিক ভাবে না মানায় লালপুরে করোনা সংক্রামন বৃদ্ধি পাচ্ছে । সবাই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে লালপুরে আশঙ্কাজনক হারে করোনা সংক্রামন হতে পারে বলে তিনি মনে করেন।’ তিনি আরো বলেন, ‘নমুন সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পাঠানোর পরে দ্রæত রিপোর্ট না দেওয়ায় সমস্যা হচ্ছে।’

জুলাই,০৭.২০২১ at ২১:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর