লালপুরে ১শ ৪০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

করোনার প্রাদুর্ভাব রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নাটোরের লালপুর উপজেলার ১শ ৪০জন নাপিত, চা দোকানি, আশয়ন প্রকল্পের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা তুলে দেন নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ।

বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু প্রমুখ।

আরো পড়ুন:
লকডাউনে এনজিও’র কিস্তির চাপে দিশেহারা নিম্ন আয়ের মানুষ
চিলমারীতে করোনা আক্রান্ত হয়ে আরো এক ব্যাক্তির মৃত্যু

এর আগে সকালে জেলা প্রশাসক শামীম আহমেদ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া চকশেরপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রদানকৃত ঘর পরিদর্শন করেন ও নিবাসীদের খোঁজ খবর নেন তিনি।

জুলাই,০৭.২০২১ at ২১:০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর