গাজীপুরে অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরের টঙ্গীতে ২শতাধীক পথ শিশু ও রিক্সাচালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ৫৬নং ওয়ার্ড কো-অপারেটিং ব্যাংকমাঠ কলোনীর সভা নেত্রী মোসাঃ ময়না বেগম। ৭ই জুলাই বুধবার দুপুর ১ ঘটিকার সময় টঙ্গীর নতুন বাজার এলাকায় শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার উড়াল সেতুর নিচে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় সভানেত্রী ময়না বেগম বলেন, মহামারী করোনার মধ্যে যারা ঘর বন্দি তারা চাইলে বাসায় রান্ন করে খেতে পারলেও রাস্তার ভাসমান পথশিশু যাদের কোথাও যাওয়ার জায়গা নেই ওরা তো কোন কিছু খেতে পারেনা তাদের মুখে সামান্যটুকু খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

আরো পড়ুন:
করোনাকালে মানবিকতার প্রতিচ্ছবি ঝিনাইদহের পুলিশ

এছাড়া যারা সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় রিক্সা ও ভ্যান গাড়ী চালায় আমার নিজ উদ্যোগে বাসা থেকে রান্না করা খাবার তাদের মাঝে বিতরণ করেছি। যদি মহামারী করোনার মধ্যে বেচে থাকি তাদের জন্য আমার সাধ্য মত আরো ভালো কিছু সহযোগিতা করবো।

জুলাই,০৭.২০২১ at ১:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর