পেকুয়ায় ১২ মামলায় ৩০৫০ টাকা জরিমানা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারাদেশের মতো কক্সবাজারের পেকুয়ায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, সেনা, বিজিবি ও পুলিশ বাহিনী। তাই উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৬ জুলাই) বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মীকি মারমা সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।

সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় বিভিন্ন ব্যক্তি, যানবাহন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে পেকুয়াতে
১২টি মামলা দায়ের করে ৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার জানান- ‘লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপর্ণ জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

আরো পড়ুন:
ময়মনসিংহের ত্রিশালে ইপিজেড স্থাপনের দাবি
রাণীশংকৈলে কাঁঠাল গাছ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ জানান- ‘সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

জুলাই,০৬.২০২১ at ২০:২০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর