লকডাউনের ৬ষ্ঠ দিনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যক্তিগত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে

সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিনে ঢাকা-সিলেট মহাসড়কে কোন গণপরিবহন না চললেও প্রাইভেটকার,মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে।

সেই সাথে চলাচল বেড়েছে মোটরসাইকেল চলাচলও। সংযোগ সড়ক গুলোতেও উপস্থিতি বেড়েছে রিক্সাও ব্যাটারি চালিত অটোরিক্সা। হাট-বাজার গুলোতে জনসমাগম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মানছেননা সামাজিক দূরত্ব। হাট-বাজারে আসা মানুষের অনেকেই মাক্স ব্যবহার করলেও কেউ কেউ মাক্স ব্যবহার করছেন না।

আবার কেউবা থুতনিতে ও কানে মাক্স ঝুলিয়ে রাখছেন। এসব অনিয়মের কারণে করোনা পরিস্থিতি অবনতি ঘটতে পারে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।

আরো পড়ুন:
গাজীপুরে পারফেক্ট শপিং মল ও ইদ্রিস আলী টাওয়ারের ভিত্তিপ্রস্থর স্থাপন
আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন নির্দেশনা

এ দিকে লকডাউন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগে পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণকে সচেতন করছেন। পুরো জেলায় ১৮টি মোবাইল কোর্ট সড়ক-মহাসড়ক ও হাট-বাজারগুলোতে অভিযান পরিচালনা করছেন।

জুলাই,০৬.২০২১ at ১৪:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর