পৃথিবীর বাইরেও আছে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী!

ছবি-ইন্টারনেটঁ

এলিয়েন নিয়ে মানুষ আগ্রহ আজ থেকে নয়। বহুবছর ধরে এলিয়েনদের নিয়ে চলছে গবেষণা। মানুষ অনেক সময় বিশ্বাস করেছে এলিয়েনের অস্তিত্ব। আবার অনেক সময় করেছে অবিশ্বাস। কেউ কেউ এক্ষেত্রে রয়ে গেছেন সংশয়বাদী হিসেবে। তবে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও এর কোনো কূল-কিনারা করতে পারেননি।

তবে এবার ‘পিউ’ কর্তৃক সার্ভে রিপোর্টে উঠে এসেছে চমৎকার এক তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ বিশ্বাস করে পৃথিবীর বাইরেও রয়েছে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব। এই বিশ্বাসীদের তালিকায় বেশিরভাগই তরুণ যাদের বয়স ১৮-২৯ এর মধ্যে।

যদিও এ ব্যাপারে পেন্টাগন জাতীয় নিরাপত্তা নিয়ে ঘোলাজলের মধ্যে আছে, তবে নব্বইভাগ সাধারণ মার্কিনী নাগরিক বিশ্বাস করে এলিয়েনরা তাদের জন্য ক্ষতিকর কিছু হবে না।

আরো পড়ুন:
বাড়িতে খাবার নেই খবর পেয়েই খাবার নিয়ে বাড়িতে হাজির ইউএনও
আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন নির্দেশনা

নাসার প্রশাসনিক কর্মকর্তা বিল নেলসনের মতে, আমরা আর একা নই। এতদিন গ্যালাক্সিতে নিজেদের একা বুদ্ধিমান প্রাণীর দাবিদার বলে গর্ব করে আসলেও, হয়তো অচিরেই অন্য কোনো গ্রহে খোঁজ মিলবে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর।

জুলাই,০৬.২০২১ at ১৩:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর