নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে মারা গেছেন একজন। শনিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৬৩২ জনে। মৃত্যুর সংখ্যা ৬৩ জন।

সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইপিএইচ এর পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, পলাশ উপজেলায় ৭ জন ও রায়পুরায় ২ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৭.৪ ভাগ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৩৫ জন, শিবপুরে ৩৯৫জন, পলাশে ৭০০ জন, রায়পুরাতে ২৩৭ জন, মনোহরদীতে ২৫৭ জন, বেলাবোতে ২০৮ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৭৮ জন।

আরো পড়ুন:
ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা, চলছে কঠোর লকডাউন

জেলায় নতুন ১ জনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। এরমধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ৫, মনোহরদী ৪, বেলাব ৬, রায়পুরা ৮ ও শিবপুরে ৭ জন।

জুলাই,০৩.২০২১ at ২১:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর