বিদেশে আলু পাঠানোর নামে পাচার হচ্ছিল ফেন্সিডিল

বিদেশে আলু পাঠানোর নামে ফেন্সিডিল পাচারকালে আলু বোঝায় পিকআপ থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সিআইডি। এঘটনায় পিকআপের চালকসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার গভীর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুতগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার গোপালপুর সরকার পাড়া এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে শাকিল (৩৮) ও বগুড়া গাপতলী উপজেলার কুপি গ্রামের আব্দুল গণির ছেলে সুজন মিয়া (২৭)।

জয়পুরহাট সিআইডির অতিরক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী জানান, শুক্রবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার শিরট্রি আলুর কোল্ড স্টোরেজ থেকে কাট্রুন করে পিক-আপে করে বিদেশে আলু পাঠানোর নামে ফেন্সডিল পাচার করা হচ্ছে।

আরো পড়ুন:
দরিদ্র করোনা রোগীর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মিল্টন
দরিদ্র করোনা রোগীর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মিল্টন

এমন গোপন সংবাদরে ভিত্তিতে রাতে পাঁচবিবি ঢাকা বাইপাস সড়কের ভুতগাড়ী এলাকায় পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে তাদের পাঁচবিবি থানায় মামলা দায়ের শেষে সোপর্দ করা হয়েছে।