আমিরাতসহ তিন দেশের বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব

ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। করোনার মহামারি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (৩ জুলাই) সৌদি বার্তা সংস্থা ডব্লিউএএস এমন খবর দিয়েছে। রোববার (৪ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। গত ১৪ দিন যারা এসব দেশে ছিলেন, তাদের সবার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে।

তবে রোববারের আগে যেসব সৌদি নাগরিক দেশে ফিরবেন, তারা এ বিধিনিষেধের বাইরে থাকবেন। গত ১৭ মে থেকে সৌদির বাইরে বেশ কয়েকটি দেশে ভ্রমণে নাগরিকদের অনুমোদন দিয়েছিল রিয়াদ। তবে তাদের টিকা গ্রহণের শর্ত দেওয়া হয়েছিল।

আরো পড়ুন:
লকডাউন কার্যকর করতে ব্যস্ত পেকুয়ার প্রশাসন
নওগাঁয় দ্বিতীয় দিনও সর্বাত্মক লকডাউন পালিত

মধ্যপ্রাচ্যের দেশটিতে এ পর্যন্ত চার লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সাত হাজার ৮৪৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৭০ হাজার ৩২৮ জন।