ঝিনাইদ ক্যাডেট কলেজের সামনে বজ্রপাতে সাকিব নামে একজনের মৃত, একজন আহত

ঝিনাইদহ পৌর এলাকায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে বজ্রপাতে সাকিব হাসান (২০) নামের একজনের মৃত ও একজন মহিলা আহত হয়েছে । শুক্রবার ২/৭/২১ তারিখ দুপুর বেলা এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন। সাকিব ও তার বাবা আঃ হামিদ আলী এবং আরো চারজন মাঠে কাজ করছিল। ব্রিষ্টি এলে তারা স্থানীয় বিল্লালের মোটর ঘরে অবস্থান নেই।

হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে কানের তালা ফেটে সাকিব ঘটনা স্থলেই মারা যাই। ঐ সময় মাঠে ছাগল চরানো এক মহিলা বজ্রপাতে আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিলার অবস্থা আশংকাজনক। ডাক্তার বলেছেন ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না।

আরো পড়ুন:
করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে লকডাউন মানতে হবে -চীফ হুইপ নূর-ই-আলম
গাজীপুরে কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

নিহত সাকিব হাসান ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ গ্রামের আব্দুল হামিদের বড় ছেলে। নিহত সাকিব দুই মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। বাবা আঃ হামিদ বার বার বুক চাপাচ্ছেন আর বিলাপ করছে আমি যদি আমার সোনা মনিকে মাঠে না নিয়ে যেতাম তাহলে এমন টা হতো না। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিতে। সাকিবের মা ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছে।