নাটোরে করোনায় নতুন করে ৭৮ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যু!

গত ২৪ ঘন্টায় নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৪২ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গে একজনসহ মোট চারজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট আক্রান্ত ৪০৮৩ জন। সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সদর হাসপাতালে করেনাসহ উপসর্গ নিয়ে ৯১ জন ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান,‘ নাটোরে জেলার সর্বত্রই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামে রোগীর সংখ্যা বেশি বাড়ছে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে তিনি জানান ।’

আরো পড়ুন:
লকডাউনের মাঝেও মাইকিং করে অসুস্থ গরুর মাংস বিক্রি
চৌগাছায় চলছে লকডাউন, কঠোর অবস্থানে প্রশাসন

এদিকে নাটোরে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে।