অধিক নিরাপত্তা নিশ্চিতে ভিউ ওয়ান্স ফিচার

ব্যবহারকারীদের অধিক নিরাপত্তা নিশ্চিতে ভিউ ওয়ান্স ফিচার চালু করল সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও পাঠানো হলে তা শুধু একবারই দেখা যাবে।

ওয়াবিটইনফোর এক প্রতিবেদনের বরাত দিয়ে গ্যাজেটস নাউ জানায়, বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা ব্যবহারকারীরা এ ফিচার ব্যবহার করতে পারবেন এবং শুধু অ্যান্ড্রয়েডের জন্য এ ফিচার চালু করা হচ্ছে। কীভাবে এ ফিচার কাজ করবে সে বিষয়ে স্ক্রিনশটও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভিউ ওয়ান্স মুডের মাধ্যমে ছবি বা ভিডিওর প্রেরণ করতে হলে ব্যবহারকারীদের প্রথম পছন্দের ছবি বা ভিডিও ফাইল নির্বাচন করতে হবে। এরপর ঘড়ি আকৃতির আইকনে ক্লিক করতে হবে। অ্যাডে ক্যাপশন বারের কাছাকাছি এ অপশনটি পাওয়া যাবে। যখন অন্য আরেকজন ব্যবহারকারী এ বার্তা গ্রহণ করবেন এবং ওপেন করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই ব্যবহারকারীকে এ বিষয়ে জানাবে।

মিডিয়া ফাইল একবার ওপেন করার পর হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীকে দ্য ফটো ইজ সেট টু ভিউ ওয়ান্স। ফর মোর প্রাইভেসি দিস ফটো উইল বি ডিসেপিয়ার আফটার ইউ ক্লোজ ইট এ বার্তা দেখানো হবে।

ওয়াবিটইনফোর ওই প্রতিবেদনে বলা হয়, যদি কোনো ব্যবহারকারী এ ধরনের মেসেজের ক্ষেত্রে রিড রিসিপ্টস অপশন বন্ধ করে দেন, তখনো অপর প্রান্তের ব্যবহারকারী এ ছবি বা ভিডিও দেখতে পারবেন। এক্ষেত্রে অপর প্রান্ত থেকে কখন মেসেজটি খোলা হয়েছে, সে বিষয়ে প্রেরণকারী কোনো তথ্য পাবেন না।

গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও ব্যবহারকারীরা অন্যদের পাঠানো মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া মিডিয়া ফাইল দেখতে পারবেন।

রিড রিসিপ্ট বন্ধ থাকলেও তারা কন্টেন্ট দেখতে পারবেন। যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনি যদি সেই ছবি বা ভিডিও সেভ করেন অথবা স্ক্রিনশটও নিয়ে থাকেন সে ব্যাপারেও হোয়াটসঅ্যাপ কোনো নোটিফিকেশন প্রদান করবে না। কারণ এ প্লাটফর্মে কোনো স্ক্রিনশট ডিটেকশন টুল নেই।

আরো পড়ুন:
শিবগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় ১ যুবক নিহত
চৌগাছায় গত দুইদিনে নতুন করে আক্রান্ত ২০

এছাড়াও গ্রুপ চ্যাটে যেসব ব্যবহারকারীকে ব্লক করা হবে তারাও মিডিয়া ফাইল দেখতে পারবেন। যাদের এ ফিচার চালু নেই, তারাও এসব মিডিয়া ফাইল একবার দেখতে পারবেন। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ২.২১.১৪.৩ ভার্সনে এ ফিচার পাওয়া যাবে।